বলিউডের বাদশা তিনি। এইতো ক’দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র ৮ম আসরে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের জন্য গ্যালরিতে বসে গলা ফাটিয়েছেন। বোঝা যায় রূপালি পর্দার ব্যস্ততম এই অভিনেতা, ক্রিকেট খেলা বেশ উপভোগ করেন। আর এ কারণে ক্রিকেটভক্ত শাহরুখ খান ভারত-বাংলাদেশের সিরিজ খুব মনযোগ দিয়েই দেখছেন।
ভারত সিরিজ হারলেও বিশ্ব ক্রিকেটে নতুন তারকা আবির্ভুত হওয়ায় খুশি বলিউড কিং। গত মঙ্গলবার সন্ধ্যায় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে ফোন করে টিম বাংলাদেশকে অসাধারণ ক্রিকেট খেলার জন্য অভিনন্দন জানিয়েছেন শাখরুখ।
মাশরাফির সঙ্গে শাহরুখের ৫ মিনিটের অধিক সময়কাল দু’জনের কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। মাশরাফির বরাত দিয়ে সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়েছে, তাতে করে বিশ্ব ক্রিকেটে অচিরেই টাইগাররা নতুন পরাশক্তিতে আর্বিভূত হবে।
এদিন, ওই কথপোকথনে তামিম ইকবাল ও মুশফিকের প্রশংসা করার পাশাপাশি কলকাতার জন্যে আগামী দিনে মুস্তাফিজ ও সাব্বির রহমানকে দলে নেয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন বলিউড বাদশা।