আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৭০ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়োজ্যৈষ্ঠ প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।
তবে এরইমধ্যে ট্রাম্পকে ঘিরে শুরু হয়েছে
নতুন শঙ্কা। ক্ষমতায় বসার পরপরই নাকি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সম্ভাবনা আছে তার। বৃটিশ কার্ডিওলজিস্ট ডা. প্যাট্রিক হেকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ব্রিটেনের সংবাম মাধ্যম ডেইলি এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
ডা. প্যাট্রিক হেক বলেন, উত্তেজনাপূর্ণ প্রচারণা, নির্ঘুম রাত ও বিশেষত শেষ সপ্তাহগুলোতে ঠাসা কর্মসূচি ৭০ বছর বয়সী একজন ব্যক্তির হৃদপিণ্ডের ওপর যথেষ্টা চাপ প্রয়োগ করার মতো। ট্রাম্পের বয়সী একজন ব্যক্তি গড় হিসেবেই আর ১৪ বছর বাঁচার প্রত্যাশা করতে পারেন। তার ওপর যে পরিমাণ চাপ তাকে প্রেসিডেন্ট হিসেবে নিতে হবে, তা তার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে । তিনি হার্ট অ্যাটাকের উল্লেখযোগ্য মাত্রার ঝুঁকিতে রয়েছেন।