ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার হাত ব্যাগটি চুরি হয়ে যায়। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে হইচই পড়ে যায়। ঘটনার দুইদিন পর রাষ্ট্রদূতের চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। নিজের চুরি যাওয়া ব্যাগ ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রদূত নেদারল্যান্ড এম্বাসি ঢাকার অফিশিয়াল ফেসবুকে ধন্যবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তার সাথে হ্যান্ডশেকের একটি ছবি পোস্ট করা হয়েছে।ওই পোস্টে তিনি বাংলাদেশ সরকার, পুলিশ এবং যারা এ ঘটনায় সহানুভূতি জানিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা বুধবার সকালে রাষ্ট্রদূতের চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। একই সঙ্গে চুরির সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।