পীর হাবিবুর রহমান (ফেসবুক স্ট্যাটাস) ।।
কুয়াললামপুর ঘোষণার মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে আবেগঘন ইউরোপীয় প্রবাসীদের সংগঠন আয়েবার দুদিনব্যাপী সম্মেলন শেষ হলো শনিবার। বিশ্বের অর্ধশত দেশের প্রায় পাঁচশো প্রবাসী যোগ দিয়ে একে সফল করেছেন। আনন্দঘন পরিবেশে যার শুরু, আবেগঘন পরিবেশে তা শেষ হলেও তাদের গভীর দেশপ্রেম দেখা আর এত এত স্বজনের সঙ্গে আন্তরিক সময় কাটানো আড্ডা হলো। স্মৃতিময় হয়ে থাকবে। মালয়েশিয়ায় প্রায় ৪০ হাজার বালাদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে।তাদের অনেকের চমৎকার নাচ গানে মুগ্ধ।২৩ দফা ডিক্লারেশনে বছরে একদিন প্রবাসী দিবস করার দাবি রয়েছে। ভাবতে কতইনা ভালো লাগে! একদা ব্রিটিশের সূর্য অস্ত যেতো না, ওদের সূর্যাস্ত হয়েছে সেই কবে! বালাদেশের সূর্যাস্ত হয় না! পৃথিবীতে কটি দেশ আছে যেখানে বাংলাদেশের কেউ নেই? বাংলাদেশের হাই কমিশনার শুরু করেছিলেন, মালয়েশিয়ার পর্যটন মিনিস্টার শেষ করলেন।বার্জায়া টাইমস্কয়ার হোটেলে আমরা কত মুখ একসঙ্গে সম্মেলন করে্ছি, থেকেছি! মালয়েশিয়ায় মনে হচ্ছে না দেশের বাইরে আছি, যেন বাংলাদেশেই আছি।এখানকার প্রবাসীদের কি আন্তরিকতা! কি আতিথেয়তা!