SAMSUNG CAMERA PICTURES

করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি রাস্তাঘাট পাকা করণ করা হবে

কিশোরগঞ্জ : শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো.মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি রাস্তাঘাট পাকা করণ করা হবে। প্রত্যোক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। রবিবার দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদের আয়োজনে কামারাটিয়া হতে বড় হাওরের নরসুন্দা নদী পাড় পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে ৩ কিলোমিটার রাস্তা পাকা করনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন এ রাস্তাটি পাকা করণ হওয়ায় পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার কৃষকসহ সর্বস্তরের জনতার উপকারে আসবে। এক সময়ে এ রাস্তা দিয়ে জনচলাচলে ও বর্ষাকালে মানুষের চলাচল অনুপযোগী ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষে তৃণমুল পর্যায়ে উন্নয়নের দিকে নজর দিচ্ছে বেশি। করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি রাস্তাঘাট পাকা করণ, মসজিদ, ব্রীজ, কালভার্ট ও প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জয়কা ইউপি চেয়ারম্যান মো.আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি একে নাছিম খান,বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আহমেদ খান,করিমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দীদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম,করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী, বিশিষ্ট চিকিৎসক ডা.আশরাফ উদ্দিন,জাফরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সোনা মিয়া, আবু সাদাৎ মো.সায়েম,ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর