সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার একদিন পরই হোয়াইট হাউজে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাবি প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় বৃহস্পতিবার
সকালে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) হোয়াইট হাউজে যান তিনি। এইসময় ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে যান তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প ও ওবামার বৈঠকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে একবারই মাত্র হোয়াইট হাউজে এসেছিলেন ট্রাম্প। তারও সেই ১৯৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে সাক্ষাৎ করতে। তবে এবার পাকাপাকি ভাবেই হোয়াউট হাউজের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প।