সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে নতুন করে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নিয়ে ইসরাইলের হাতে আটক ও পরবর্তীতে মুক্তি পাওয়ার পর, ট্রাম্প থুনবার্গকে “ঝামেলাবাজ (troublemaker)” আখ্যা দিয়েছেন।
গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ৪০০-রও বেশি মানবাধিকার কর্মীকে আটক করে। তাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও। নৌবহরটি ত্রাণ ও ওষুধ নিয়ে গাজার দিকে যাচ্ছিল।
ইসরাইলের আটক অভিযান নিয়ে তীব্র আন্তর্জাতিক সমালোচনা হলেও, দেশটি দাবি করে এই নৌযাত্রা তাদের “নিরাপত্তা আইন ভঙ্গ করেছে”।
পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়, এবং সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি একজন ঝামেলাবাজ। এখন আর তিনি জলবায়ু নিয়ে কাজ করছেন না, বরং এসব নাটক করছেন। তার ডাক্তার দেখানো উচিত, তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।”
এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ইসরাইলি আটক কেন্দ্র থেকে মুক্তি পেয়ে ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ অনেককে নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয়েছে। তবে ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করেছে।
গ্রেটা থুনবার্গ ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বরাবরই বিতর্কিত। ২০১৯ সালে গ্রেটা টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হলে ট্রাম্প তির্যক ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, “তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে, তাই এখনই কোনো ভালো সিনেমা দেখে শান্ত হওয়া উচিত।”
তখন থেকে দুজনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীর্যক বাক্যবিনিময় চলে আসছে। ফিলিস্তিন ইস্যুতে এবার নতুন করে সেই পুরনো বিরোধ আবারও আলোচনায় এসেছে।
Reporter Name 
























