ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৭ বার

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম চালু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)

রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়মে বাংলা দ্বিতীয় পত্রে বড় পরিবর্তন এসেছে রচনামূলক অংশে। অনুবাদ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে; আগে এই অংশে ১০ নম্বর বরাদ্দ ছিল। তার পরিবর্তে সংবাদ প্রতিবেদন রচনার জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন রচনামূলক অংশে ছয়টি বিষয় থাকবে— অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ, ভাবসম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ।

আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সেই ১০ নম্বর যুক্ত করা হয়েছে বহুনির্বাচনী অংশে। ফলে এখন এমসিকিউ প্রশ্ন থাকবে ২৫টি, প্রতিটির মান ১। ব্যবহারিক অংশে মোট ২৫ নম্বর থাকবে, যার মধ্যে থাকবে যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রস্তুতি ও মৌখিক পরীক্ষা।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়েও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে— ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টি। পরীক্ষার্থীদের ১০টির উত্তর দিতে হবে, তবে অন্তত এক অংশ থেকে চারটি প্রশ্ন বাধ্যতামূলক। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, যার মধ্যে ৫টির উত্তর দিতে হবে; প্রতিটি অংশ থেকে অন্তত দুটি করে। পাশাপাশি থাকবে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এই নতুন কাঠামো কার্যকর হবে। একই নিয়ম দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষাতেও অনুসরণ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে বোর্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

আপডেট টাইম : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম চালু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)

রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়মে বাংলা দ্বিতীয় পত্রে বড় পরিবর্তন এসেছে রচনামূলক অংশে। অনুবাদ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে; আগে এই অংশে ১০ নম্বর বরাদ্দ ছিল। তার পরিবর্তে সংবাদ প্রতিবেদন রচনার জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন রচনামূলক অংশে ছয়টি বিষয় থাকবে— অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ, ভাবসম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ।

আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। সেই ১০ নম্বর যুক্ত করা হয়েছে বহুনির্বাচনী অংশে। ফলে এখন এমসিকিউ প্রশ্ন থাকবে ২৫টি, প্রতিটির মান ১। ব্যবহারিক অংশে মোট ২৫ নম্বর থাকবে, যার মধ্যে থাকবে যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রস্তুতি ও মৌখিক পরীক্ষা।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়েও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে মোট ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে— ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টি। পরীক্ষার্থীদের ১০টির উত্তর দিতে হবে, তবে অন্তত এক অংশ থেকে চারটি প্রশ্ন বাধ্যতামূলক। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, যার মধ্যে ৫টির উত্তর দিতে হবে; প্রতিটি অংশ থেকে অন্তত দুটি করে। পাশাপাশি থাকবে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এই নতুন কাঠামো কার্যকর হবে। একই নিয়ম দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষাতেও অনুসরণ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে বোর্ড।