জিয়া একদিনও মুক্তিযুদ্ধ করেননি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের খলনায়ক উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধের নয় মাসে তিনি একদিনও মুক্তিযুদ্ধ করেননি। তিনি ছিলেন ‘বাই চান্স’মুক্তযোদ্ধা। বরং দেশকে স্বাধীন করেছিলেন খালেদ মোশাররফের মতো দেশপ্রেমিকরা।

সোমবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস’উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম স্মৃতি পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।

তিনি বলেন, ১৯৭১ সালে জিয়া মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তাকে জোর করে সেক্টরে বসিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, জাসদের ভুল রাজনীতির কারণে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি হয়েছিল। অবশ্য পরে তারা (জাসদ) ভুল স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর