বিএনপিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাতে এ প্রসঙ্গে ডিএমপি উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান পূর্বপশ্চিমকে জানান, একাধিক রাজনৈতিক দল অনুমতি চাওয়ায় ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়াদী উদ্যানে নিরাপত্তা জনিত কারণে বিএনপিকে সমাবেশে অনুমতি দেয়নি ডিএমপি।
এর আগে গত মঙ্গলবার এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ দিবস পালনে বিএনপিকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।
হানিফের এই ঘোষণাকে চ্যালেঞ্জ করে ওই দিনই বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৭ নভেম্বর সমাবেশ যে কোনো মূল্যে করা হবে, হানিফের ক্ষমতা থাকলে সে যেন বাধা দেয়।
প্রসঙ্গত, ৭ নভেম্বর দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে থাকে। আর আওয়ামী লীগসহ সমমনা আরো কয়েকটি দল দিনটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।