অবশেষে নীরবত ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ওবামা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সারাবিশ্ব ও মার্কিনীদের ভাগ্য ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হুমকি স্বরূপ। বহু কষ্টে অর্জিত নাগরিক অধিকার তিনি বিনষ্ট করে দেবেন বলে মনে করেন ওবামা। স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনার র্যালিতে এমন মন্তব্য করেন ওবামা।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে। বিশ্বের দোদুল্যমান ভাগ্য এখন আপনাদের দ্বারা নিশ্চিত হবে। দক্ষিণ ক্যারোলিনার অধিবাসী, আশা করছি আপনারা এটিকে সঠিক দিকেই নিয়ে যাবেন। আমি এবার নির্বাচনে দাঁড়াইনি। কিন্তু আমি বলতে পারি- সততা নিশ্চিত হবে ব্যালটে; ভদ্রতা নিশ্চিত হবে ব্যালটে; ন্যায় নিশ্চিত হবে ব্যালটে; উন্নতি নিশ্চিত হবে ব্যালটে; আমাদের গণতন্ত্র নিশ্চিত হবে ব্যালটে।
এদিকে ফ্লোরিডার প্যানসাকোলায় ট্রাম্প ওবামার সমালোচনা করে বলেন, ওবামার উচিত হিলারির পক্ষে প্রচারণা না করে রাষ্ট্র পরিচালনার দিকে মনোযোগ দেয়া। আসল কথা হল, কেউ আরো চার বছর ওবামা সরকারের অধীনে থাকতে চায় না। কয়েকদিন ধরে হিলারিকে ‘বিপর্যস্ত দেখাচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প।