মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে ৪৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন। জরিপে হিলারি পেয়েছেন ৪৫ পয়েন্ট।
তবে জরিপের ফল প্রত্যাখ্যান করেছে হিলারি শিবিরের প্রচারণা দলের কর্মকর্তারা।
হিলারি ক্যাম্পেইনের একজন সিনিয়র কর্মকর্তা এই জরিপকে ‘দুর্বল ভোট গনণা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটাই নির্বচনের ফলাফলের পূর্ণাঙ্গ চিত্র নয়।
ইমেইল কেলেঙকারিই যে হিলারির পিছিয়ে যাওয়ার মুল কারণ তা মেনে নিতেও তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
গত শুক্রবার হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের বিষয়টি নিয়ে আবারো তদন্তের ঘোষণা দিয়েছিলেন এফবিআই’র পরিচালক জেমস কোমি।
তবে হিলারি শিবির বলেছে, এফবিআই’র তদন্তের ঘোষণা পর তারা তাদের অবস্থানে কোনো ধরনের নেতিবাচক পরিবর্তনের প্রমাণ পায়নি।
আগামী ৮ নভেম্বর শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ভোট দিবেন ২০০ মিলিয়ন রেজিস্টার্ড ভোটার। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে ২০ মিলিয়ন ভোটার আগাম ভোট দিয়েছেন।