জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার দেওসহিলা গ্রামে সোমবার (১৬ জুন) সকাল ৯ টায় গোয়াল ঘর থেকে সৌরভ (৫/৬) নামের শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষকের নিকট প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ির আশরাফ চৌঃ (বনার) তার গোয়ালঘর পরিষ্কার করতে যায়। দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার দ্রুত মদন স্বাস্খ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সৌরভ মারা যায়।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির। আজ সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে না আসায় পরিবারের লোকজন পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়ালঘরে তার লাশ পায়। বিষয়টি খুবই দুঃখ জনক। আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, আমার নিস্পাপ শিশুটিকে কেন হত্যা করা হয়েছে তা আমি জানি না। আমার জানামতে কাহারো সাথে কোন শত্রুতা নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলার সৌরভ নামে এক শিশুর মরদেহ একটি গোয়াল ঘরে পাওয়া গেছে এমন একটি সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।