দীর্ঘ মেসেজ থেকে দরকারি অংশ আলাদাভাবে কপি করা ছিল ব্যবহারকারীদের জন্য ভোগান্তির। এবার সেই সমস্যার সমাধানে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলে পাঠানো দীর্ঘ মেসেজ থেকে নির্দিষ্ট শব্দ বা অংশ কপি-পেস্ট করা যাবে সহজেই। এতে সময় বাঁচবে এবং বাড়বে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ।
iOS ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে ফিচারটি চালু হয়েছে। ফিচারটি ব্যবহারে মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে (Tap & Hold), এরপর কাঙ্ক্ষিত অংশ নির্বাচন করে ‘Copy’ অপশন বেছে নিলেই হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাপটিকে আরও ইউজার-ফ্রেন্ডলি করতে তারা নিয়মিত নতুন ফিচার পরীক্ষা করছে। নতুন এই কপি সুবিধাও সেই প্রয়াসেরই অংশ।
এছাড়া সম্প্রতি আরেকটি এআই ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ, যা গ্রুপে কী আলোচনা হয়েছে তা সংক্ষেপে জানিয়ে দেবে—পুরোনো মেসেজ ঘাঁটতে হবে না। এতে প্রাইভেসি রক্ষা পাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।