বিএনপি চেয়ারপাসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপি’র সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের নেতৃবৃন্দ।