আজ সবখানে, সব পথে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। যতদূর চোখ যায় শুধুই আওয়ামী লীগ! ক্ষমতার অন্ধ দম্ভে কেউ কেউ বলছেন বিএনপি শেষ! তৃপ্তির ঢেকুর। জামায়াত নেতা কর্মীদের দলে নিচ্ছেন অনেকে।পীর হাবিবুর রহমান
সম্মেলন ঘিরে বিয়ের সাজে-উৎসবে ঢাকা। অথচ এই সেদিন খালেদা জিয়ার বিএনপি জমানায় হরতালে সোহেল তাজের নেতৃত্বে এভাবেই এমপিরা বসেছিলেন রাজপথে। এত নেতা, এত কর্মী কই ছিল সেদিন?
কেউ ভাবেও না! মনেও করে না! ইহকালজুড়ে যে কোনো দল ক্ষমতায় থাকে না এটা কেউ মনেই করে না!
সেনাশাসক জিয়ার আমলেও খালি বিএনপি আর বিএনপি! অনেকে বলেছিলেন,আওয়ামী লীগ শেষ! শেষ হয়নি। ক্ষমতা হারালেই বুঝা যায় দলের অবস্থা।যুগে যুগে তাই দেখা গেছে!
উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হয়।দমন পীড়ন নয়,গণতন্ত্রের পথে মানুষের আস্থা অর্জনের পাশে দলকে সুসংগঠিত করতে হয় আদর্শের পথে।
ক্ষমতানির্ভর যে দল, ক্ষমতা হারালে আর সুদিনের এই বহর খুজে পাওয়া যায় না।ইতিহাসের শিক্ষাই হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।