ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি গণমাধ্যমে ফের বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১৪ বার

বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক কখনোই কূটনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছায়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ রাখতে পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ছিল—“ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ”। তবে ২০২১ সালে এই বাক্যটি বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রায় চার বছর পর, বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল বাদে’ কথাটি ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে, বিশেষ করে ইসরায়েলি সংবাদমাধ্যমে।

রোববার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অব ইসরায়েল এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্তটি পুনর্বহাল করেছে, যাতে বাংলাদেশের কেউ ইসরায়েল ভ্রমণ করতে না পারেন। এতে আরও উল্লেখ করা হয়, মুসলিমপ্রধান বাংলাদেশে ইসরায়েল একটি অতিসংবেদনশীল ইস্যু। দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এবং এ বিষয়ে জনসচেতনতা ও কূটনৈতিক অবস্থান বরাবরই কঠোর।

এএফপির প্রতিবেদনে তুলে ধরা হয় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষদিকে এই শর্তটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন সমালোচনার জন্ম দেয়। তবে এখন অন্তর্বর্তী সরকার সেটি আবার চালু করেছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান, ‘ইসরায়েল বাদে’ শর্ত পুনর্বহালের নির্দেশনা গত সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার কিছুদিন আগেই, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষ অংশ নিয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন। সেই বিক্ষোভের দৃশ্য, বিশেষত দখলদার নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষভাবে প্রচার পেয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং মানবিক মূল্যবোধেরও প্রতিফলন। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলেই অনেকেই মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলি গণমাধ্যমে ফের বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

আপডেট টাইম : ১১:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক কখনোই কূটনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছায়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ রাখতে পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ছিল—“ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ”। তবে ২০২১ সালে এই বাক্যটি বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রায় চার বছর পর, বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল বাদে’ কথাটি ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে, বিশেষ করে ইসরায়েলি সংবাদমাধ্যমে।

রোববার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অব ইসরায়েল এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্তটি পুনর্বহাল করেছে, যাতে বাংলাদেশের কেউ ইসরায়েল ভ্রমণ করতে না পারেন। এতে আরও উল্লেখ করা হয়, মুসলিমপ্রধান বাংলাদেশে ইসরায়েল একটি অতিসংবেদনশীল ইস্যু। দেশটি কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এবং এ বিষয়ে জনসচেতনতা ও কূটনৈতিক অবস্থান বরাবরই কঠোর।

এএফপির প্রতিবেদনে তুলে ধরা হয় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষদিকে এই শর্তটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন সমালোচনার জন্ম দেয়। তবে এখন অন্তর্বর্তী সরকার সেটি আবার চালু করেছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান, ‘ইসরায়েল বাদে’ শর্ত পুনর্বহালের নির্দেশনা গত সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনার কিছুদিন আগেই, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের পক্ষে লাখো মানুষ অংশ নিয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন। সেই বিক্ষোভের দৃশ্য, বিশেষত দখলদার নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষভাবে প্রচার পেয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং মানবিক মূল্যবোধেরও প্রতিফলন। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলেই অনেকেই মনে করছেন।