দেশের মহাসড়কগুলোর পাশে পথচারীদের চলাচলের জন্য আলাদা লেন করার দাবিতে রংপুর থেকে হেঁটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন রংপুরের অলক নাথ।
শনিবার দুপুরে রংপুর সিটি প্রেসক্লাব থেকে পদযাত্রা শুরু করেন তিনি, যা ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
যাত্রা শুরুর আগে ৫২ বছর বয়সী অলক নাথ সাংবাদিকদের জানান, সরকারসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর এবং জনগণকে সচেতন করাই তার হেঁটে
ঢাকায় যাত্রার মূল উদ্দেশ্য। পথে তিনি বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি বলেন, ‘দেশের মহাসড়কগুলো আজ নিরাপদ নয়। আলাদা লেন না থাকায় মহাসড়ক দিয়েই অবৈধ নছিমন-করিমন, চার্জার রিকশা, বাইসাইকেল, ইজিবাইক চলছে। এছাড়াও মহাসড়ক ঘেষে হাটবাজার, স্থাপনা ও বসতবাড়ি গড়ে উঠছে। এতে করে প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। সড়কে নিরাপদ চলাচলের জন্য আলাদা লেন জরুরি হয়ে পড়েছে।’
অলক জানান, বারবার বিভিন্ন সংগঠন এসব দাবির কথা বললেও কোনও কাজ হয়নি। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও কার্যকরী হস্তক্ষেপের দাবিতে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে ও হাতে জাতীয় পতাকা নিয়ে হেঁটে ঢাকা অভিযান করছেন।
এ অভিযানে তিনি রংপুর থেকে ঢাকা পর্যন্ত যেতে সকল জেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।-সমকাল