রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক কয়েকটি চুক্তি স্বাক্ষর করবেন। একে দুটি দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার লক্ষণ হিসেবে দেখছেন কর্মকর্তারা।
ব্রিকস সম্মেলনের জন্য ভারতের পর্যটন রাজ্য গোয়ায় আসার পর পুতিন মোদির সঙ্গে বৈঠক করবেন।
জানা যায়, ব্রিকস সম্মেলনে শীর্ষ উদীয়মান দেশ ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রধানরাও যোগ দেবেন।
পুতিন ও মোদি যেসব চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তার মধ্যে থাকতে পারে-ভারতে রাশিয়ার সবচেয়ে উন্নত বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ।
এছাড়া ভারতের ক্রমবর্ধমান জ্বালানি ও বিদ্যুতের চাহিদা মেটাতে মোদি ও পুতিন জ্বালানি সংক্রান্ত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন।
উল্লেখ্য, রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট কয়েক বিলিয়ন ডলার চুক্তির মাধ্যমে ভারতের এসার তেল কোম্পানি নিজেদের জিম্মায় নিতে পারে বলে স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। সূত্র বাসস।
রাশিয়ায় ভারতের দূত পঙ্কজ শরণ এক ব্রিফিংয়ে বলেন, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।