আওয়ামী লীগের ২০ তম কাউন্সিলের ব্যয় হচ্ছে ৩ কোটি টাকা। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউতে ভবন সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। দলের নিজস্ব তহবিল থেকে এসব ব্যয় নির্বাহ করা হবে।
শনিবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক শেষে এসব তথ্য পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
তিনি আরো জানান, দলীয় তহবিল গঠনে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের প্রাথমিক সদস্যদের মাসিক চাঁদা ১০ টাকা থেকে ২০ টাকা, কাউন্সিলরদের চাঁদা ১০০ টাকা থেকে ২০০ টাকা এবং সংসদ সদস্যদের চাঁদা ৫০০ টাকা থেকে ২০০০ টাকা করা হয়েছে।