অনলাইনে কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে, যা কর ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে। করদাতাদের সুবিধার জন্য ২০২৬ সালের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এনবিআরের মিলনায়তনে আয়োজিত শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, বর্তমানে অনলাইন রিটার্ন জমা দেওয়ার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কাজ চলছে, যাতে আগামী বছরের জুলাই থেকে এটি বাধ্যতামূলকভাবে কার্যকর করা যায়। সরকারের লক্ষ্য করদাতাদের জন্য কর প্রদান সহজতর করা এবং রাজস্ব ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কার্যকরভাবে নিয়ে আসা।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি জানান, গত ছয় মাসে দেশের রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে এবং জানুয়ারিতে কনটেইনার হ্যান্ডেলিং বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ। পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করতে আগামী চার বছরের জন্য শুল্ক ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২০২৬ সাল থেকে বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা দেশের করদাতাদের জন্য সুবিধাজনক হবে এবং রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও গতিশীল করবে। ডিজিটাল কর ব্যবস্থার মাধ্যমে হয়রানি কমবে, স্বচ্ছতা বাড়বে এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।