মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক চেয়ারম্যান জন পাডেস্টারের দুই হাজার ইমেইল প্রকাশ করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। স্থানীয় সময় সোমবার সকালে ইমেইলগুলো ফাঁস করা হয়। গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয় বার হ্যাকের ঘটনা। খবর সিএননের।
উইকিলিকস দাবি করেছে, জন পাডেস্টারের ৫০ হাজার ইমেইল রয়েছে তাদের কাছে।
সিনএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলগুলোর অধিকাংশই ২০১৫ সালের। এতে হিলারি ক্লিনটনের কর্মকর্তাদের মধ্যে কথোপকথন, নির্বাচনী কৌশল, নীতিসহ মিডিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করা যায় তা রয়েছে। ‘ক্লিনটন ক্যাশ’ বইয়ের প্রকাশনা নিয়েও তথ্য রয়েছে। এ ছাড়া ক্লিনটন ফাউন্ডেশনের আইন বহির্ভূত কর্মকান্ডও এতে রয়েছে বলে খবরে বলা হচ্ছে। হিলারি ক্লিনটনের দীর্ঘদিনের সহযোগী ডগ ব্যান্ড ক্লিনটন দম্পতির কন্যা চেলসিকে ‘বখে যাওয়া বাচ্চা’ বলে সম্বোধন করেছেন বলে একটি ইমেইলে তথ্য মিলেছে।
এ বিষয়ে সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। তারা এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছে। ইমেইল প্রকাশ পাওয়ায় রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরে উল্লাস দেখা দিয়েছে।
হিলারি ক্লিনটনের মুখপাত্র গ্লেন ক্যাপলিন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ভ্লাদিমির পুতিনের পরিচালনায় যে ইমেইল প্রকাশ পেয়েছে তাতে ট্রাম্প শিবির উল্লাস করছে। এটা চরম মর্যাদাহানিকর। ডোনাল্ড ট্রাম্প অধিক পরিমাণে গুপ্তচরবৃত্তিকে উৎসাহিত করেছেন। এমনকি তিনি রবিবারের বিতর্কেও হ্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছেন।
রাশিয়ার সঙ্গে মিলে উইকিলিকস কাজ করছে বলে অভিযোগ আছে। সমন্বয়ের মাধ্যমে হ্যাক করে, গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের। এর আগে শুক্রবার এক দফা ইমেইল ফাঁস করা হয়। তাতে ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলোকে হিলারি ক্লিনটন রুদ্ধদ্বার বৈঠকে যেসব বক্তব্য দিয়েছিলেন তা রয়েছে।