রাজধানীর রামপুরার বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে থানা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পরে জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ডান উরুতে গুলিবিদ্ধ এই শ্রমিক নেতা এখন চিকিৎসাধীন।
জুয়েল বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। তবে বর্তমানে তিনি পূর্ব রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকেন। জুয়েল রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মহসিন জানান, তারা বনশ্রী এ-ব্লক, কাঁচা বাজারের পাশে বসে থাকা অবস্থায় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত বেশ কয়েকজন এসে জনৈক হিমেল নামে একজনকে খোঁজ করেন। তখন তারা বলেন, ‘আমরা চিনি না।’ এরপর কিছু বুঝে উঠার আগেই তারা জুয়েলের ডান উরুতে গুলি করে চলে যায়।
তবে কারা, কী কারণে গুলি করেছে সে বিষয়ে কিছুই জানতে পারেননি মহসিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত জুয়েল জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।