ভারতীয় দলের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়েও অনেক জল ঘোলা হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মাটিতে তারা খেলতে রাজি না। পরে হাইব্রিড মডেলে দুবাইয়ের মাঠে তারা খেলবে বলে সিদ্ধান্ত হয়। তবে এবার দেখা দিল নতুন জটিলতা।
পতাকা-বিতর্কে পড়েছে পাকিস্তান। দেশটির লাহোর ও করাচির স্টেডিয়ামে ভারত ছাড়া অন্যদের পতাকা উড়তে দেখা যায়। এরপরেই শুরু হয় বিতর্ক। অবশেষে সেই বিতর্কের ব্যাখ্যা দিল পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র ‘ইন্ডিয়া টুডে’ ওয়েবসাইটে বলেছেন, ‘আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন চারটি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি এবং যে দু’টি দেশ খেলছে তাদের। যেহেতু ভারতীয় দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলবে না, তাই দেশটির তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ভারতের পতাকা উড়বে না।’ যদিও শুধু ৪টি পতাকা নয়, ভারত ছাড়া অংশগ্রহণকারী বাকি ৭টি দলের পতাকা ভিডিওতে দেখা গেছে।
এবারে পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। প্রথা অনুযায়ী, যে যে মাঠে খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকে।