রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছেন ডিএমপির ট্রাফিক- ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুন।গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওয়ারীর দয়াগঞ্জ মোড় থেকে কালাম নামে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ওয়ারী ট্রাফিক জোনের দয়াগঞ্জ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আল-মামুন। সকাল সাড়ে ১০টার দিকে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দয়াগঞ্জ থেকে রাজধানী মার্কেটের দিকে যাচ্ছিল। ওই বাসে ওঠার সময় যাত্রী খন্দকার আশরাফুলের প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে কালাম।
বিষয়টি দেখতে পেয়ে সার্জেন্ট আল-মামুন ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে গেন্ডারিয়া থানা পুলিশে সোপর্দ করেন।পরে ছিনতাই মোবাইল ফোনটি ভুক্তভোগী বাসের যাত্রী খন্দকার আশরাফুলের কাছে হস্তান্তর করা হয়।ছিনতাইকারী কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে সার্জেন্ট মো. আল-মামুন বলেন, ‘দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছিনতাইকারীর ওপর। এর বেশি কিছু না। ভুক্তভোগী বাসযাত্রীকে ছিনতাই হওয়া তার ফোনটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।’