ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রুবেল চন্দ্র পাল (৪২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।আজ রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় রুবেলকে ঢামেকে নিয়ে আসা হয়। কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. জুলহাস আলিসহ কয়েক কারারক্ষী তাকে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে রুবেল কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।’
রুবেল চন্দ্র পালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নুরসোনাপুর গ্রামে।