ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইটভাটায় মিলল চিড়িয়াখানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩ বার

আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইটভাটায় অভিযান চালিয়ে চিড়িয়াখানার সন্ধান পাওয়া গেছে! এতে অসংখ্য হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ বিভিন্ন প্রাণির সন্ধান মিলেছে।

আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার মির্জানগর এলাকায় ‘সাভার রিফ্র্যাক্টরিজ পিএসসি’ নামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মালিকানাধীন সিরামিকস ইট তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ পিএলসির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম জানান, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আশুলিয়ার মির্জানগর এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন সাভার রিফ্র্যাক্টরিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কনফোর্স লিমিটেড নামের অপর একটি সিরামিকের ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চিড়িয়াখানায় বন্যপ্রাণিসহ বিভিন্ন পশুপাখির বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট বলেন, এখানে বন্যপ্রাণি সংরক্ষণ নীতিমালা ও আইনের কোনো ব্যত্যয় করা হয়েছে কিনা তা দেখবে বন বিভাগ।

সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সাভার রিফ্র্যাক্টরিজ পিএলসি তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য জনগণের অর্থ সংগ্রহ করে নানা অজুহাতে লোকসান দেখিয়ে পথে বসিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের।অথচ সেই কোম্পানির অর্থেই কারখানা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে চিড়িয়াখানার আদলে বিভিন্ন প্রাণিদের সমাহার।

স্থানীয়রা জানায়, পুলিশ প্রটোকল নিয়ে নিয়মিত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সাভার রিফ্র্যাক্টরিজে অবসর কাটাতে যেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। সেই কারখানায় মৌমাছির মতো ভিড় জমাতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদবিরবাজ, মোসাহেবসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। বিরোধীদলকে দমন পীড়ন নিয়েও সেখানে চলতো নীতির ধারকদের শলা-পরামর্শ ও পরিকল্পনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পালিয়ে ভারতে আশ্রয় লাভের পর আত্মগোপনে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্ভরযোগ্য সূত্রমতে, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এর মধ্যে গত বছরের ১৪ সেপ্টেম্বর শনিবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সাভার রিফ্র্যাক্টরিজ ঘুরে দেখা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চারপাশে বিবর্ণ এবং মলিনতার ছাপ। হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ বিভিন্ন প্রাণির খাবারের অর্থ কোথা থেকে কারা সরবরাহ করছেন সে বিষয়েও সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি কর্মচারীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, ‘রাজ্য গেছে আর আগেরকালে রাজা গো মতো আমাগো মালিকও পালাইছে। সামনের দিনগুলো আমাগো কেমনে কাটব তাই নিয়েই দিশা পাইতেছি না।’

উল্লেখ্য, ঢাকার মনিপুরিপাড়ায় জন্ম নেওয়া আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইটভাটায় মিলল চিড়িয়াখানা

আপডেট টাইম : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আত্মগোপনে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ইটভাটায় অভিযান চালিয়ে চিড়িয়াখানার সন্ধান পাওয়া গেছে! এতে অসংখ্য হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ বিভিন্ন প্রাণির সন্ধান মিলেছে।

আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার মির্জানগর এলাকায় ‘সাভার রিফ্র্যাক্টরিজ পিএসসি’ নামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মালিকানাধীন সিরামিকস ইট তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ পিএলসির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম জানান, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আশুলিয়ার মির্জানগর এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন সাভার রিফ্র্যাক্টরিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কনফোর্স লিমিটেড নামের অপর একটি সিরামিকের ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চিড়িয়াখানায় বন্যপ্রাণিসহ বিভিন্ন পশুপাখির বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট বলেন, এখানে বন্যপ্রাণি সংরক্ষণ নীতিমালা ও আইনের কোনো ব্যত্যয় করা হয়েছে কিনা তা দেখবে বন বিভাগ।

সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সাভার রিফ্র্যাক্টরিজ পিএলসি তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য জনগণের অর্থ সংগ্রহ করে নানা অজুহাতে লোকসান দেখিয়ে পথে বসিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের।অথচ সেই কোম্পানির অর্থেই কারখানা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে চিড়িয়াখানার আদলে বিভিন্ন প্রাণিদের সমাহার।

স্থানীয়রা জানায়, পুলিশ প্রটোকল নিয়ে নিয়মিত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সাভার রিফ্র্যাক্টরিজে অবসর কাটাতে যেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। সেই কারখানায় মৌমাছির মতো ভিড় জমাতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদবিরবাজ, মোসাহেবসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। বিরোধীদলকে দমন পীড়ন নিয়েও সেখানে চলতো নীতির ধারকদের শলা-পরামর্শ ও পরিকল্পনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পালিয়ে ভারতে আশ্রয় লাভের পর আত্মগোপনে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্ভরযোগ্য সূত্রমতে, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এর মধ্যে গত বছরের ১৪ সেপ্টেম্বর শনিবার রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সাভার রিফ্র্যাক্টরিজ ঘুরে দেখা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চারপাশে বিবর্ণ এবং মলিনতার ছাপ। হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ বিভিন্ন প্রাণির খাবারের অর্থ কোথা থেকে কারা সরবরাহ করছেন সে বিষয়েও সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি কর্মচারীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, ‘রাজ্য গেছে আর আগেরকালে রাজা গো মতো আমাগো মালিকও পালাইছে। সামনের দিনগুলো আমাগো কেমনে কাটব তাই নিয়েই দিশা পাইতেছি না।’

উল্লেখ্য, ঢাকার মনিপুরিপাড়ায় জন্ম নেওয়া আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খানের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।