গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে আহত কাশেম (২০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কাশেমসহ ১১ জনকে চিকিৎসার জন্য এ হাসপাতালে আনা হয়।
হাসপাতালের রেজিস্ট্রার থেকে জানা যায়, আহতদের মধ্যে আরও যাদের ভর্তি করা হয়েছে তারা হলেন ইয়াকুব আলী (২৫), গৌরব ঘোষ (২২), শুভ শাহরিয়ার (২০),আব্দুর রহমান ইমন (১৮), আবির খান (২০), সাব্বির খান হিমেল (৩৮) ও কাজী অমর হামজা (২১)। এ ছাড়া হাসান (২৪), রোহান (২২) ও নাঈমসহ (২২) চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতদের সম্পর্কে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ শনিবার বলেন, গাজীপুর থেকে শুক্রবার দিবাগত রাতে মোট ১১ জন আহত অবস্থায় ঢামেক হাসপাতালে এসেছেন। এর মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে, একজন রয়েছে আইসিইউতে। বাকি চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পরিচালক বলেন, আহতদের মধ্যে অধিকাংশদের মাথায় ইনজুরি ছিল, কারও ফ্র্যাকচার রয়েছে। একজনের হাত-পা ভাঙা ছিল।
তিনি আরও বলেন, ‘গাজীপুরের হাসপাতাল থেকে আরও দুজন রোগী আসতে পারে বলে সেখান থেকে আমাদের জানিয়েছে। তবে এখনো আসেনি।’
এদিকে, আহতদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আহতদের খোঁজ-খবর নিয়ে যান। তাদের ওপর হামলাকারীদের বিচারের আশ্বাস দেন তিনি।