সঙ্গীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন মার্কিন পপ শিল্পী বিয়ন্সে।গত ৫০ বছরে কোনো কৃষ্ণাঙ্গ কান্ট্রি ক্যাটাগরিতে এই পুরস্কার পাননি। ফলে গতকাল রবিবার পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পাওয়া টেইলর সুইফট এ বছর কাউবয় কার্টারের জন্য বিয়ন্সের হাতে সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার তুলে দেন। এ বছর ১১টি মনোনয়ন পাওয়া বিয়ন্সে ৫০ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কান্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন তিনি।
পুরস্কার নিয়ে বিয়ন্সে বলেন, পুরস্কার নেওয়ার সময় বিয়ন্সে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাকে দেখে অন্যরা উৎসাহী হবেন।’