সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা নামের এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ -এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। অপর আসামি (ট্রাকের হেলপার) মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছিল। এ কারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশে চালাতে থাকেন। ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান যে, ট্রাকটি নষ্ট হয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যান। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যান। পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় তরুণীর চিৎকার শুনে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও করেন। এছাড়া তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন।
মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দেন।