বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের শাসন আমলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনো নির্বাচন হয়নি, সব পাতানো ও সাজানো। তারা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সকল নির্বাচন নষ্ট করেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত সকল নেতৃবৃন্দকে বলতে চাই, নির্বাচন যেদিনই হোক না কেন, আপনারা এখন থেকেই বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য কর্মকাণ্ড শুরু করবেন। নাটোর চিনিকল শ্রমিক নির্বাচন আমাদের উৎসাহ সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, আপনাদের এ বিজয় আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপিকে অনুপ্রেরণা ও উৎসাহিত করবে। এ বিজয় আগামী পালামেন্ট বিজয়কে ত্বরান্বিত করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ, সহসভাপতি আতাউর রহমান বাবু, সহসভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, গত সপ্তাহে অনুষ্ঠিত নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২৫টি পদের নির্বাচনে ২৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। শুধু সভাপতি পদে জয়লাভ করে জামায়াত সমর্থিত প্রার্থী।