২০২৪-এর আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ দিন। আর কয়েক ঘণ্টা পরই মহাকালের গহ্বরে বিলীন হবে আরও একটি বছর। রাত পোহালেই পূর্ব দিগন্তে উঁকি দেবে নতুন বছরের প্রথম সূর্য। সূচনা হবে ২০২৫ সালের। অতীতের স্মৃতিগুলো পেছনে ফেলে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে বিশ্ববাসী।
পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে আজ নানা আয়োজন হাতে নিয়েছে বিশ্বের মানুষজন। জমকালো আয়োজন আর আনন্দ-উল্লাসে বিদায় জানানো হবে ২০২৪ সালকে। তবে আজকের দিনটি আবার কারো জন্য সুখের বা আনন্দের নয়। বিশেষ কারে যারা এদিন হারিয়েছেন আপনজন। তাদেরই একজন চিত্রনায়ক জায়েদ খান।
২০২০ সালে আজকের এদিনে ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক তার বাবা এম এ হককে হারিয়েছেন। ক্যানসার, নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা। অবশেষে ৮৪ বছর বয়সেই মৃত্যুকে আপন করে নেন এম এ হক।
একই মাসে জায়েদ খান হারিয়েছেন তার মা শাহিদা হককে। বাবার মৃত্যুর এক বছর পর টানা ১২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে যান নায়কের মা। ২০২১ সালের ২৭ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জায়েদ খানের বাবা-মা’র দুজনেই শেষ ঠিকনা হয় পিরোজপুরের গ্রামের বাড়ির কবরস্থানে।
তাই বছর শেষ দিনটি জায়েদ খানের জন্য মোটেও আনন্দের নয়। আপনজন হারানোর ব্যথা ঘিরে ধরে নায়ককে। জায়েদ খানের কথায়, ‘বাবা মানে বটগাছ। এটা আমার বাবার হাত। এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগের দিন সারা রাত এভাবেই হাত ধরে বসে ছিলাম। মা-বাবা দুজনই তিন দিনের ব্যবধানে এক বছর আগে-পরে পৃথিবী থেকে চলে গিয়েছেন। তাই বছরের শেষ দিনটা সারা জীবন আমাকে কষ্ট দিবে। আজ ৩১ ডিসেম্বর আমার বাবা চলে যাওয়ার ৪র্থ বছর।’
সবশেষে দেশবাসীর কাছে বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন জায়েদ খান।