ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা পরিবেশ সম্মত আবাসন শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৯ বার

স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশের জন্য  পরিবেশবান্ধব আবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর  হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলা বসতি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক।”

তিনি আরও বলেন, একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে। যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে ওঠায় দারুন ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে।

এর আগে উপদেষ্টা শারমীন এস মুরশিদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার পিতা বীর মুক্তিযোদ্ধা , বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদের কবর জিয়ারত করেন। ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার পিতার কবর জিয়ারত করেন।

এ সময় তার পরিবার, ব্রতী সংস্থা এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টা তার ‘মা’ মরহুমা বেগম নূরজাহান মুরশিদের  কবর জিয়ারত করেন এবং পুষ্প স্তবক অর্পণ করেন। উপদেষ্টা তার মা এবং বাবার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বলেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা পরিবেশ সম্মত আবাসন শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক

আপডেট টাইম : ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশের জন্য  পরিবেশবান্ধব আবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর  হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলা বসতি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়ক।”

তিনি আরও বলেন, একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে। যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে ওঠায় দারুন ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে।

এর আগে উপদেষ্টা শারমীন এস মুরশিদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার পিতা বীর মুক্তিযোদ্ধা , বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদের কবর জিয়ারত করেন। ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার পিতার কবর জিয়ারত করেন।

এ সময় তার পরিবার, ব্রতী সংস্থা এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকেও মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন। এরপর উপদেষ্টা তার ‘মা’ মরহুমা বেগম নূরজাহান মুরশিদের  কবর জিয়ারত করেন এবং পুষ্প স্তবক অর্পণ করেন। উপদেষ্টা তার মা এবং বাবার কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেন।