ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেরদৌসের কারণেই বাদ ঋতুপর্ণা, এলেন শ্রীলেখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১২ বার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করেছেন বাংলাদেশের বহু সিনেমায়। তারই ধারাবাহিকতায় গেল জুলাইয়ে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। নাম ‘তরী’। ওপার বাংলার অভিনেত্রীকে নিয়ে প্রথম লটের শুটিংও হয়।

তবে দ্বিতীয় লটের আগেই থমকে যায় ‘তরী’। কারণ এতে থাকছেন ঋতুপর্ণা। তার পরিবর্তে সেখানে আসছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা রাশিদ পলাশ নিজেই।

নির্মাতা বলেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই কলকাতায় গিয়েছিলাম। গতকাল ফিরেছি। তিনি আমাদের সিনেমায় যুক্ত হচ্ছেন সে কারণে আমরা ভীষণ আনন্দিত। পাশাপাশি পর্দায় তার অভিনীত চরিত্রের পরিধিও বাড়ছে।’

রাশিদ পলাশ জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি ওপর ভিত্তি করেই তাদের এমন সিদ্ধান্ত।

জানা যায়, নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে। সেই সূত্রে ফেরদৌসের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বও গড়ে উঠেছে, যা শোবিজের সবাই জানেন। এখন রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই বাদ দিতে হয়েছে এই অভিনেত্রীকে।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার একটি ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।

আগের কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল ঋতুপর্ণার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।’

শ্রীলেখা মিত্র বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর আগে, যৌথ প্রযোজনায় বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশের ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’-এ অভিনয় করছেন তিনি। যা নির্মাণ করেছেন রাশেদ রাহা।

এদিকে আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এতে আরো অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেরদৌসের কারণেই বাদ ঋতুপর্ণা, এলেন শ্রীলেখা

আপডেট টাইম : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করেছেন বাংলাদেশের বহু সিনেমায়। তারই ধারাবাহিকতায় গেল জুলাইয়ে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ। নাম ‘তরী’। ওপার বাংলার অভিনেত্রীকে নিয়ে প্রথম লটের শুটিংও হয়।

তবে দ্বিতীয় লটের আগেই থমকে যায় ‘তরী’। কারণ এতে থাকছেন ঋতুপর্ণা। তার পরিবর্তে সেখানে আসছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা রাশিদ পলাশ নিজেই।

নির্মাতা বলেন, ‘শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই কলকাতায় গিয়েছিলাম। গতকাল ফিরেছি। তিনি আমাদের সিনেমায় যুক্ত হচ্ছেন সে কারণে আমরা ভীষণ আনন্দিত। পাশাপাশি পর্দায় তার অভিনীত চরিত্রের পরিধিও বাড়ছে।’

রাশিদ পলাশ জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি ওপর ভিত্তি করেই তাদের এমন সিদ্ধান্ত।

জানা যায়, নায়ক ও সাবেক এমপি ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে ঋতুপর্ণা অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে। সেই সূত্রে ফেরদৌসের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বও গড়ে উঠেছে, যা শোবিজের সবাই জানেন। এখন রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই বাদ দিতে হয়েছে এই অভিনেত্রীকে।

এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার একটি ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।

আগের কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল ঋতুপর্ণার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি।’

শ্রীলেখা মিত্র বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর আগে, যৌথ প্রযোজনায় বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশের ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’-এ অভিনয় করছেন তিনি। যা নির্মাণ করেছেন রাশেদ রাহা।

এদিকে আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এতে আরো অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।