ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপির) কাউন্সিলে দেওয়া বক্তৃতায় পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ওই বক্তৃতায় মোদি বলেন, বাংলাদেশ এবং আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার।
কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনার প্রাণহানির পর উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করলেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী রফতানি করে। ভারতসহ বাংলাদেশ ও আফগানিস্তানও পাকিস্তানের সন্ত্রাসবাদের শিকার। বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদের খবর আসে, সেখানেই পাকিস্তানের নাম দেখা যায়; ওসামা বিন লাদেনকেও আশ্রয় দিয়েছিল দেশটি।
মোদি বলেন, ভারত বিশ্বে সফটওয়ার রফতানি করে কিন্তু পাকিস্তান রফতানি করে সন্ত্রাসবাদ। এশিয়াতে পাকিস্তানই একমাত্র দেশ, যারা সন্ত্রাসে মদদ দেয়।
পাকিস্তান কুটনীতিকভাবে সারা বিশ্বে আরও বিচ্ছিন্ন করে দেওয়া হবে হুমকি দিয়ে মোদি বলেন, বিশ্বে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে সফল হয়েছে ভারত এবং এ চেষ্টা আরো জোরদার করা হবে; যাতে বৈশ্বিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান। সন্ত্রাসের সামনে ভারত কখনোই মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না।