ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৩ বার

রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।সারা দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সেখানে জড়ো হচ্ছেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের ওপর চড়াও হচ্ছে পুলিশ। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সদ্য মুক্তি পাওয়া ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন তিনি।

বিক্ষোভস্থল বদলাতে তার সঙ্গে বারবার বৈঠক করেছেন দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব। সূত্র জানিয়েছে, বুশরার গাড়িতে গিয়ে দেখা করে বিক্ষোভস্থল বদলে ফেলতে তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব। কিন্তু বুশরা রাজি হননি। তিনি জানিয়ে দিয়েছেন, সরকারের বাধা সত্ত্বেও পূর্বঘোষণা অনুযায়ী তিনি ইসলামাবাদের সুরক্ষিত ডি–চক এলাকাতেই বিক্ষোভ করতে চান।

গতকাল সোমবার থেকেই ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইসলামাবাদ। সব বাধা উপেক্ষা করে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে। এখন পর্যন্ত ৫ জন সেনা ও তিনজন পিটিআই কর্মীর মৃত্যুর খবর জানা গেছে। ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসলামাবাদ

আপডেট টাইম : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।সারা দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সেখানে জড়ো হচ্ছেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের ওপর চড়াও হচ্ছে পুলিশ। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সদ্য মুক্তি পাওয়া ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদের ডি-চক এলাকায় বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন তিনি।

বিক্ষোভস্থল বদলাতে তার সঙ্গে বারবার বৈঠক করেছেন দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব। সূত্র জানিয়েছে, বুশরার গাড়িতে গিয়ে দেখা করে বিক্ষোভস্থল বদলে ফেলতে তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন আলী আমিন গান্দাপুর ও ওমর আইয়ুব। কিন্তু বুশরা রাজি হননি। তিনি জানিয়ে দিয়েছেন, সরকারের বাধা সত্ত্বেও পূর্বঘোষণা অনুযায়ী তিনি ইসলামাবাদের সুরক্ষিত ডি–চক এলাকাতেই বিক্ষোভ করতে চান।

গতকাল সোমবার থেকেই ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইসলামাবাদ। সব বাধা উপেক্ষা করে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে। এখন পর্যন্ত ৫ জন সেনা ও তিনজন পিটিআই কর্মীর মৃত্যুর খবর জানা গেছে। ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।