ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে, ‘মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৩ বার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।

আজ বুধবার, ৬ নভেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ৬ নভেম্বরের ঘটনাবলি:

১৭৬৩ – নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮১৩ – মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৬০ – আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৮৪ – ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ – লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২ – প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২ – দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।

১৯৮৫ – আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৮ – চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় এক হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০ – পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথগ্রহণ করেন।

১৯৯১ – ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু হয়।

১৯৯২ – তাতারস্তানের সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯৯৪ – তাজিকিস্তানের সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯৯৬ – বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আজ যাদের জন্মতারিখ:

১৪৯৪ – প্রথম সুলাইমান, উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনকারী সুলতান।

১৮১৪ – অ্যাডলফ স্যাক্স, বেলজীয় বংশোদ্ভূত ফরাসি যন্ত্রপ্রকৌশলী ও স্যাক্সোফোনের উদ্ভাবক।

১৮৪১ – আরমান্ড ফালিয়েরেস, ফরাসি রাজনীতিবিদ ও ৯ম রাষ্ট্রপতি।

১৮৫১ – চার্লস ডও, মার্কিন সাংবাদিক ও অর্থনীতিবিদ।

১৯২১ – জেমস জোনস, মার্কিন সেনা, সাংবাদিক ও লেখক।

১৯২৫ – মাইকেল বউকুয়েট, ফরাসি অভিনেতা।

১৯২৬ – হারাধন বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৩১ – আনোয়ার হোসেন, বাংলাদেশি অভিনেতা।

১৯৩২ – ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজীয় পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৪ – অতীন বন্দ্যোপাধ্যায়, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বাঙালি লেখক।

১৯৪৪ – আলী যাকের, বাংলাদেশি টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।

১৯৪৭ – ক্যারোলিন সেয়মউর, ইংরেজ অভিনেত্রী।

১৯৫৫ – মারিয়া শ্রিভার, মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৭২ – থান্ডি নিউটন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৭ – আনা ইভানোভিচ, সার্বীয় টেনিস খেলোয়াড়।

১৯৮৮ – এমা স্টোন, মার্কিন অভিনেত্রী।

১৯৯০ – আন্দ্রে হোর্স্ট শুর্লে, জার্মান ফুটবলার।

২০০৪ – মো. মেহেদুল হাসান, বাংলাদেশি লেখক।

আজ যাদের মৃত্যু হয়:

১৪৯২ – আন্টইনে বুস্নইস, ফরাসি সুরকার ও কবি।

১৯৪১ – মরিস লি ব্লাঞ্চ, ফরাসি লেখক।

১৯৬৪ – হান্স ভন ইউলার-ছেলপিন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৭০ – নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক। (জ.০৪/০২/১৯১৮)

১৯৮৫ – সঞ্জীব কুমার, ভারতীয় অভিনেতা।

১৯৯১ – জিন টিয়েরনেয়, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০০৭ – হিলডা ব্রাইড, ইংরেজ অভিনেত্রী।

২০১০ – সিদ্ধার্থশঙ্কর রায়, প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।

২০২১ – বিশিষ্ট ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী অরুণ দত্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইতিহাসের এই দিনে, ‘মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়’

আপডেট টাইম : ১০:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।

আজ বুধবার, ৬ নভেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ৬ নভেম্বরের ঘটনাবলি:

১৭৬৩ – নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮১৩ – মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৬০ – আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৮৪ – ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ – লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২ – প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২ – দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয়।

১৯৮৫ – আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৮ – চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় এক হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০ – পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথগ্রহণ করেন।

১৯৯১ – ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু হয়।

১৯৯২ – তাতারস্তানের সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯৯৪ – তাজিকিস্তানের সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৯৯৬ – বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আজ যাদের জন্মতারিখ:

১৪৯৪ – প্রথম সুলাইমান, উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনকারী সুলতান।

১৮১৪ – অ্যাডলফ স্যাক্স, বেলজীয় বংশোদ্ভূত ফরাসি যন্ত্রপ্রকৌশলী ও স্যাক্সোফোনের উদ্ভাবক।

১৮৪১ – আরমান্ড ফালিয়েরেস, ফরাসি রাজনীতিবিদ ও ৯ম রাষ্ট্রপতি।

১৮৫১ – চার্লস ডও, মার্কিন সাংবাদিক ও অর্থনীতিবিদ।

১৯২১ – জেমস জোনস, মার্কিন সেনা, সাংবাদিক ও লেখক।

১৯২৫ – মাইকেল বউকুয়েট, ফরাসি অভিনেতা।

১৯২৬ – হারাধন বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৩১ – আনোয়ার হোসেন, বাংলাদেশি অভিনেতা।

১৯৩২ – ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজীয় পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৪ – অতীন বন্দ্যোপাধ্যায়, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বাঙালি লেখক।

১৯৪৪ – আলী যাকের, বাংলাদেশি টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।

১৯৪৭ – ক্যারোলিন সেয়মউর, ইংরেজ অভিনেত্রী।

১৯৫৫ – মারিয়া শ্রিভার, মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৭২ – থান্ডি নিউটন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৭ – আনা ইভানোভিচ, সার্বীয় টেনিস খেলোয়াড়।

১৯৮৮ – এমা স্টোন, মার্কিন অভিনেত্রী।

১৯৯০ – আন্দ্রে হোর্স্ট শুর্লে, জার্মান ফুটবলার।

২০০৪ – মো. মেহেদুল হাসান, বাংলাদেশি লেখক।

আজ যাদের মৃত্যু হয়:

১৪৯২ – আন্টইনে বুস্নইস, ফরাসি সুরকার ও কবি।

১৯৪১ – মরিস লি ব্লাঞ্চ, ফরাসি লেখক।

১৯৬৪ – হান্স ভন ইউলার-ছেলপিন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৭০ – নারায়ণ গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক। (জ.০৪/০২/১৯১৮)

১৯৮৫ – সঞ্জীব কুমার, ভারতীয় অভিনেতা।

১৯৯১ – জিন টিয়েরনেয়, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০০৭ – হিলডা ব্রাইড, ইংরেজ অভিনেত্রী।

২০১০ – সিদ্ধার্থশঙ্কর রায়, প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।

২০২১ – বিশিষ্ট ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী অরুণ দত্ত।