চট্টগ্রামে একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
আগুন নেভাতে স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।