সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশ থেকে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল।
মরদেহের পাশ থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রটি রুহুল আমিন নামের একজনের। তবে, নিহত ব্যক্তিই রুগুল আমিন কি না এই বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান ওই ব্যক্তি।
পুলিশ জানায়, খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরদেহের পাশে পড়ে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্রেনাম পাওয়া যায় রুহুল আমিন। নিহত ব্যক্তি রুহুল আমিন কি না এ ব্যাপারে যাচাই-বাছাই হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। কোনো অজ্ঞাতনামা গাড়ি মাটরসাইকেলটিকে চাপা দেওয়ার কারণে মহাসড়কের পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলআরোহীর মৃতু হতে পারে।