ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা।
একই নিরাপত্তার কথা জানিয়ে শনিবার ও রোববার আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভারতীয় কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। দুপুর ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।