ন্যায্যতা আনার উদ্দেশ্যে গত বছরের নভেম্বরেই ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের ক্রিকেটে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার নিজেদের ক্রিকেটের প্রথম দুই স্তরে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নারীদের ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টেও অংশ নিতে পারবেন না তারা।
পুরুষ বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া কেউ রূপান্তরিত হয়ে নারীদের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবে না বলে আইসিসি যে সিদ্ধান্ত জানিয়েছিল, এবার সেই পথেই হাঁটল ইসিবি। তবে প্রথম ও দ্বিতীয় স্তরে খেলতে না পারলেও তার নিচের স্তরগুলোতে ও বিনোদনমূলক ক্রিকেটে খেলতে পারবেন তারা।
ইসিবি জানায়, ন্যায্যতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোতে আমলে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘প্রাসঙ্গিত বিজ্ঞান’ ও ‘চিকিৎসাশাস্ত্র’-এর সহযোগিতা গ্রহণ করা হয়েছে। ইসিবি বলেছে, ‘ইসিবি স্বীকার করে যে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ একটি জটিল বিষয়, বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দৃঢ়ভাবে আলাদা দৃষ্টিভঙ্গি আছে, সবকিছু বিবেচনায় নিয়ে ভারসাম্য বজায় রাখা অসম্ভব।’
ইসিবির নিয়ম অনুযায়ী, ট্রান্সজেন্ডারদের খেলতে হলে লিখিত ছাড়পত্র নিতে হবে। তাদের রূপান্তরিত হওয়ার প্রমাণও দেখাতে হবে। সেসব পর্যালোচনা করে খেলার ছাড়পত্র দেবে ইসিবি। যুক্তরাজ্যে আগে থেকেই সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিকস, রাগবি লিগ ও রাগবি ইউনিয়নে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ।