ময়মনসিংহ ও শেরপুরে বন্যার পানি কমছে। ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছে ক্ষতিগ্রস্ত মানুষ। ফসল ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি কীভাবে পোষাবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক।
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যার পানি কমছে। তবে এখনও জলমগ্ন অনেক এলাকা।
তিন উপজেলার বেশিরভাগ ফসলি জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে গেছে। খামার থেকে ভেসে গেছে মাছ। দুশ্চিন্তায় কৃষকরা।
শেরপুরেও বন্যার পানি কমছে ধীরগতিতে। আশ্রয় কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এবারের বন্যায় জেলায় সাড়ে ৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় এখনও বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়নি। ফলে দুর্ভোগ কমছে না দুর্গতদের।
কৃষি ও মৎস্য বিভাগের তথ্য বলছে, এই বন্যায় জেলায় কৃষি ও মৎস্য খাতে অন্তত ৬শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষিতে ৫২৪ কোটি ৬২ লাখ এবং মৎস্য খাতে ৭০ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।