নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর’র ৬৬তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রকোণার মদনে আনন্দ মিছিল করে উপজেলা ছাত্রদল। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে শেষ হয়।
পরে, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহমুদুর রহমান মিটু’র সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদল সভাপতি এসএইচ পিপুল’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা সাইফ উদ্দিন আহমদ সেকুল। নেতা তার বক্তব্যে বলেন, ভাটি বাংলা মানুষের প্রাণের নেতা লুৎফুজ্জামান বাবর। আজ তাঁর জন্মদিন। এই দিনে সবার একটাই দাবি, প্রিয় নেতার দ্রুত মুক্তি।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম হাসান, কলেজ শাখা আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব সাইমুম আকন্দ প্রমূখ।