কাসেম আলীর ফাঁসিতে তুরস্কের নিন্দা

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা জানিয়েছে তুরস্ক।

রোববার দেশটির হুরিয়াত ডেইলি নিউজের এক প্রতিবেদনে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়েরর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, আমরা দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

এতে বলা হয়, আমরা গুরুত্ব সহকারে আবারো বলছি, এই পদ্ধতির মাধ্যমে অতীতের ক্ষত সারানো যাবে না এবং আমরা আশা করি, এই ভুল চর্চা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যে বিভেদ তৈরি করবে ন

তুরস্কের আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা জানায় পাকিস্তান।

শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর