ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জয়পুরহাটে ৪ দিন ধরে দেখা নেই সূর্যের পার্বত্যবাসীকে উদ্ভাবনী শক্তিতে আরও পারদর্শী হতে হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ইতিহাসের এই দিনে ‘ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয় বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত স্বাভাবিক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন বাশার আল-আসাদের বাবার কবর জ্বালিয়ে দিলেন বিদ্রোহীরা তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো ১৫৮টি দেশ

শেষ ম্যাচে রেকর্ড গড়তেই নামবেন মেসিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২২ বার
কিছুদিন আগে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) রেগুলার সেশনে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে তারা। প্রথমবারের মতো এই ট্রফি জয়ের পর এবার রেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সামনে।

এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড।

রেকর্ডটি গড়তে মায়ামির শেষ ম্যাচ জিততেই হবে। রেকর্ড গড়তে আগামী ২০ অক্টোবর মায়ামি ঘরের মাঠে নামবে বলে জানিয়েছেন দলের খেলোয়াড়রা। ইতিহাস গড়তে চাই না এমনটা বললে মিথ্যা বলা হবে বলে জানিয়েছেন জুলিয়ান গ্রেসেল।নিউ ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ রেকর্ড গড়ার বিষয় নিয়ে মিডফিল্ডার গ্রেসেল বলেছেন, ‘যদি বলি এটা কোনো বিষয় নয়, তাহলে আমরা সবাই মিথ্যা বলব।

ঘরের সমর্থকদের সামনে আমরা এমন কিছুর জন্য খেলব। যা শুধুই একটা ম্যাচ নয়। রেকর্ড গড়েই বছর শেষ করার দুর্দান্ত এক মুহূর্তর জন্য আমরা খেলব।’রেকর্ড গড়তে উন্মুখ আছেন বলে জানিয়েছেন নোআ অ্যালেনও।

মায়ামির ডিফেন্ডার বলেছেন, ‘আমরা রেকর্ড গড়তে চাই। সুতরাং ইতিবাচক কিছুই আমরা অনুভব করছি। ফল পেলে আমরা খুবই খুশি হব এবং তা করার চেষ্টা করব। আমাদের একটি ম্যাচ বাকি আছে। রেকর্ড গড়তে আমরা জয়ের লক্ষ্যে নামব।
বর্তমানে রেকর্ডটির মালিক নিউ ইংল্যান্ড। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে এই রেকর্ড গড়েছিল তারা। এবার তাদের হারিয়েই জয় এবং রেকর্ড ছিনিয়ে নেওয়াতে বদ্ধপরিকর মায়ামি। শেষ ম্যাচে জিততে পারলে ৩৩ ম্যাচে মায়ামির পয়েন্ট হবে ৭৪। বর্তমানে ৭১ পয়েন্ট মায়ামির। মেসি-সুয়ারেজরা দুর্দান্ত ছন্দেও আছেন। ৮ বারের ব্যালন ডি অর জয়ীর ১৭ গোলের বিপরীতে ১৮ গোল করা সুয়ারেজের পরিসংখ্যানই তার প্রমাণ। সঙ্গে সর্বশেষ ৮ ম্যাচে অপরাজিত থাকাও আত্মবিশ্বাস জোগাবে মায়ামিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জয়পুরহাটে ৪ দিন ধরে দেখা নেই সূর্যের

শেষ ম্যাচে রেকর্ড গড়তেই নামবেন মেসিরা

আপডেট টাইম : ০৬:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
কিছুদিন আগে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) রেগুলার সেশনে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে তারা। প্রথমবারের মতো এই ট্রফি জয়ের পর এবার রেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সামনে।

এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড।

রেকর্ডটি গড়তে মায়ামির শেষ ম্যাচ জিততেই হবে। রেকর্ড গড়তে আগামী ২০ অক্টোবর মায়ামি ঘরের মাঠে নামবে বলে জানিয়েছেন দলের খেলোয়াড়রা। ইতিহাস গড়তে চাই না এমনটা বললে মিথ্যা বলা হবে বলে জানিয়েছেন জুলিয়ান গ্রেসেল।নিউ ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ রেকর্ড গড়ার বিষয় নিয়ে মিডফিল্ডার গ্রেসেল বলেছেন, ‘যদি বলি এটা কোনো বিষয় নয়, তাহলে আমরা সবাই মিথ্যা বলব।

ঘরের সমর্থকদের সামনে আমরা এমন কিছুর জন্য খেলব। যা শুধুই একটা ম্যাচ নয়। রেকর্ড গড়েই বছর শেষ করার দুর্দান্ত এক মুহূর্তর জন্য আমরা খেলব।’রেকর্ড গড়তে উন্মুখ আছেন বলে জানিয়েছেন নোআ অ্যালেনও।

মায়ামির ডিফেন্ডার বলেছেন, ‘আমরা রেকর্ড গড়তে চাই। সুতরাং ইতিবাচক কিছুই আমরা অনুভব করছি। ফল পেলে আমরা খুবই খুশি হব এবং তা করার চেষ্টা করব। আমাদের একটি ম্যাচ বাকি আছে। রেকর্ড গড়তে আমরা জয়ের লক্ষ্যে নামব।
বর্তমানে রেকর্ডটির মালিক নিউ ইংল্যান্ড। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে এই রেকর্ড গড়েছিল তারা। এবার তাদের হারিয়েই জয় এবং রেকর্ড ছিনিয়ে নেওয়াতে বদ্ধপরিকর মায়ামি। শেষ ম্যাচে জিততে পারলে ৩৩ ম্যাচে মায়ামির পয়েন্ট হবে ৭৪। বর্তমানে ৭১ পয়েন্ট মায়ামির। মেসি-সুয়ারেজরা দুর্দান্ত ছন্দেও আছেন। ৮ বারের ব্যালন ডি অর জয়ীর ১৭ গোলের বিপরীতে ১৮ গোল করা সুয়ারেজের পরিসংখ্যানই তার প্রমাণ। সঙ্গে সর্বশেষ ৮ ম্যাচে অপরাজিত থাকাও আত্মবিশ্বাস জোগাবে মায়ামিকে।