শেরপুরে বন্যা পরিস্থিতির আর অবনতি হয়েছে; নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে যাওয়া পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশের সন্ধান পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে ধানক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে ঝিনাইগাতীতে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যায় ৬ জনের মৃত্যু হলো।
মৃতরা হলেন-উপজেলার অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত তিন দিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে পাঁচটি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। এখন পর্যন্ত ২০টি ইউনিয়নে দেড় লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে আছে। রাত থেকে ভারি বর্ষণ অব্যহত আছে