রাজশাহী মহানগর বিএনপির কর্তৃক মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে অস্থায়ী বহিষ্কারাদেশের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগরীর মালোপাড়া মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ভুবন মোহন পার্ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়ায় গিয়ে মিছিল শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুইটের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। দ্রুত এই আদেশ প্রত্যাহার না করলে মহানগর বিএনপির আহবায়ক কমিটি অবাঞ্চিত করা হবে। মহানগর বিএনপির কমিটি অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় সমাবেশ থেকে।