বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তাকে শোকজ করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ১ অক্টোবর আপনি নিজ এলাকা পাবনা-২ নির্বাচনি আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে দলীয় সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল।
চিঠিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করার জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানিয়ে লিখত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।