ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছন্দে ফিরেই সুখবর পেলেন শান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২১ বার
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে সিলেট টেস্টে ১০৫ রানের ইনিংস খেলার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর মাঝের ৫ টেস্টে কখনো ফিফটি করতে পারেননি তিনি।

ভারতে সফরে যাওয়ার আগে শান্ত জানিয়েছিলেন, ছন্দে ফিরবেন তিনি। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে কথাও রেখেছেন বাংলাদেশের অধিনায়ক।

তবে ২৮০ রানে হেরে যাওয়া দলের কাজে আসেনি। দলের না আসলে ব্যক্তিগত লাভ হয়েছে তার। দুর্দান্ত ইনিংসটির জন্যই আইসিসির র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন তিনি।আজ আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে জায়গা পেয়েছেন শান্ত।

অন্যদিকে ৩২ ও ২৫ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে চেন্নাই টেস্টের মলিন পারফরম্যান্সের জন্য অবনতি হয়েছে লিটন দাস (২০ নম্বর), মুশফিকুর রহিমের (২৩ নম্বর)।ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে অবনতি হয়ে সাকিবের। ৬ ধাপ পিছিয়ে এখন ৩৩ নম্বরে তিনি।

অন্যদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন। আরেক পেসার তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।চেন্নাই টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সে সবচেয়ে উন্নতি হয়েছে ঋষভ পন্তের। চোটের কারণে ১৫ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা ভারতীয় ব্যাটার প্রত্যাবর্তনের টেস্টে সেঞ্চুরি (১০৯ রান) হাঁকিয়েছেন। যার ফল হিসেবে ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন।

৭৩১ রেটিং নিয়ে ছয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার। এক ধাপ এগিয়ে ৫ নম্বরে আছেন প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলা যশস্বী জয়সোয়াল। শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন জো রুট।অন্যদিকে গল টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা প্রবাত জয়াসুরিয়া বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন। ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে বাঁহাতি স্পিনার। ৮৭১ রেটিং নিয়ে শীর্ষে আছেন চেন্নাই টেস্টের ম্যাচসেরা (১১৩ রান ও ৬ উইকেট) রবিচন্দ্রন অশ্বিন।

ওয়ানডেতে প্রথমবারের মতো আফগানিস্তানের ব্যাটার শীর্ষ দশে জায়গা পেয়েছে। ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির সৌজন্যে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানদের আগের সর্বোচ্চ ছিল ইব্রাহিম জাদরানের, ১২ নম্বর। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলে ৭ ধাপ উন্নতি হয়েছে ট্রাভিস হেডের। ৬৮৪ রেটিং নিয়ে ৯ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।

৮২৪ রেটিং নিয়ে ওয়ানডের শীর্ষ ব্যাটার পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে এবং সিরিজ জয়ে ৭ উইকেট নেওয়া আফগানিস্তানের রশিদ খানের বোলিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে। ৬৬৮ রেটিং নিয়ে শীর্ষ তিনে আছেন এই লেগস্পিনার। ৬৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার কেশব মহারাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ছন্দে ফিরেই সুখবর পেলেন শান্ত

আপডেট টাইম : ০৬:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে সিলেট টেস্টে ১০৫ রানের ইনিংস খেলার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর মাঝের ৫ টেস্টে কখনো ফিফটি করতে পারেননি তিনি।

ভারতে সফরে যাওয়ার আগে শান্ত জানিয়েছিলেন, ছন্দে ফিরবেন তিনি। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে কথাও রেখেছেন বাংলাদেশের অধিনায়ক।

তবে ২৮০ রানে হেরে যাওয়া দলের কাজে আসেনি। দলের না আসলে ব্যক্তিগত লাভ হয়েছে তার। দুর্দান্ত ইনিংসটির জন্যই আইসিসির র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন তিনি।আজ আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে ১৪ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে জায়গা পেয়েছেন শান্ত।

অন্যদিকে ৩২ ও ২৫ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে চেন্নাই টেস্টের মলিন পারফরম্যান্সের জন্য অবনতি হয়েছে লিটন দাস (২০ নম্বর), মুশফিকুর রহিমের (২৩ নম্বর)।ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে অবনতি হয়ে সাকিবের। ৬ ধাপ পিছিয়ে এখন ৩৩ নম্বরে তিনি।

অন্যদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন। আরেক পেসার তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।চেন্নাই টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সে সবচেয়ে উন্নতি হয়েছে ঋষভ পন্তের। চোটের কারণে ১৫ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা ভারতীয় ব্যাটার প্রত্যাবর্তনের টেস্টে সেঞ্চুরি (১০৯ রান) হাঁকিয়েছেন। যার ফল হিসেবে ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন।

৭৩১ রেটিং নিয়ে ছয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার। এক ধাপ এগিয়ে ৫ নম্বরে আছেন প্রথম ইনিংসে ৫৬ রানের ইনিংস খেলা যশস্বী জয়সোয়াল। শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন জো রুট।অন্যদিকে গল টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা প্রবাত জয়াসুরিয়া বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন। ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে বাঁহাতি স্পিনার। ৮৭১ রেটিং নিয়ে শীর্ষে আছেন চেন্নাই টেস্টের ম্যাচসেরা (১১৩ রান ও ৬ উইকেট) রবিচন্দ্রন অশ্বিন।

ওয়ানডেতে প্রথমবারের মতো আফগানিস্তানের ব্যাটার শীর্ষ দশে জায়গা পেয়েছে। ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির সৌজন্যে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানদের আগের সর্বোচ্চ ছিল ইব্রাহিম জাদরানের, ১২ নম্বর। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলে ৭ ধাপ উন্নতি হয়েছে ট্রাভিস হেডের। ৬৮৪ রেটিং নিয়ে ৯ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।

৮২৪ রেটিং নিয়ে ওয়ানডের শীর্ষ ব্যাটার পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে এবং সিরিজ জয়ে ৭ উইকেট নেওয়া আফগানিস্তানের রশিদ খানের বোলিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে। ৬৬৮ রেটিং নিয়ে শীর্ষ তিনে আছেন এই লেগস্পিনার। ৬৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার কেশব মহারাজ।