অটোভ্যান হারিয়ে অঝোরে কাঁদল কিশোর সামিউল
-
Reporter Name
-
আপডেট টাইম :
১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
-
২৮
বার
পেটের তাগিদে ভাড়া মারতে অটোভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছিল ১১ বছর বয়সি মো. সামিউল মুন্সী নামে এক কিশোর। তবে ভাগ্যের নির্মম পরিহাসে যাত্রী বেশে এক চোর তার ভ্যানটি চুরি করে নিয়ে যায়। এ সময় ভ্যান হারানোর কষ্টে সড়কের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকে সামিউল। তার এই কান্না আর আর্তনাদের একটি ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন অনেকে।
যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের দিনমুজুর মো. ইমামুল মন্সীর ছেলে। সামিউলের পরিবার এসব তথ্য জানান।
তারা আরো জানান, অভাবের সংসারে সহযোগিতা করতে নিয়মিত ভ্যান চালাতো সামিউল। সাংসারের আয়ের একমাত্র মাধ্যমই ছিল ওই অটোভ্যানটি।ভ্যান চুরি হওয়ার পর সামিউল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভবুকদিয়া বাজার থেকে নগরকান্দা বাজারে যাওয়ার জন্য এক ব্যক্তি আমার ভ্যানে ওঠে। নগরকান্দা বাজারে আসার পর ওই ব্যক্তি আমাকে বলেন, ভ্যান সড়কের পাশে রেখে কাঁচা বাজারের ভেতর চলো, আলুর বস্তা আনতে হবে।
পরে ভ্যান রেখে আমি তার সঙ্গে রওয়ানা হলে হঠাৎ পেছন থেকে তিনি উধাও হয়ে যান। ফিরে এসে দেখি আমার ভ্যানটি নেই। এখন ভ্যান ছাড়া আমি কিভাবে বাড়িতে যাব? কিভাবে চালাব আমাদের সংসার?সোমবার সন্ধ্যায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী কালের কণ্ঠকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে ওই কিশোরের পরিবার যদি অভিযোগ দেয়, তাহলে আমরা ভ্যানটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখান থেকে ভ্যানটি চুরি গেছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে।
যদি চোরকে চেনা যায়, তাহলে অবশ্যই তাকে ধরার ব্যবস্থা করা হবে।
Tag :